উথলী কুরআন শিক্ষা ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
- আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
প্রতিবেদক, উথলী:
তালিমুল কুরআন ফাউন্ডেশনের অধীনে সহীহ কুরআন শিক্ষা আসরের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে জায়নামাজ ও টুপি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশার সময় উথলী রেলওয়ে জামে মসজিদের শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উথলী রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু জাফর, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন, সেনেরহুদা জান্নাতুল খাদরা কবরস্থানের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উথলী ইউপি’র ৪ নম্বর ওয়ার্ড সদস্য মাহাতাব উদ্দিন বিশ্বাস, মসজিদ কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ, মসজিদের ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ মাস ধরে উথলী রেলওয়ে মসজিদে তালিমুল কুরআন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স