মেহেরপুর ভৈরব নদ থেকে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ ২৬-০৩-২০২১ ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ভৈরব নদে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুর্গন্ধযুক্ত একটি বস্তা ভৈরব নদে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নদীর পাড় দিয়ে যাতায়াতের সময় পথচারীরা বাতাসে দুর্গন্ধ পায়। এসময় নদীর কচুরিপনার ওপর ভাসমান একটি বস্তা দেখতে পেয়ে মেহেরপুর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বস্তাটি ডাঙ্গায় তুললে বস্তাবন্দি লাশটি বেরিয়ে আসে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান বলেন, লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
কমেন্ট বক্স