চুয়াডাঙ্গায় প্রয়াত লেমন জোয়ার্দ্দারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ২২-০৮-২০২০ ইং
প্রতিবেদক, সমীকরণ:
চুয়াডাঙ্গা রেলবাজার এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সভাপতি প্রয়াত আলহাজ্ব আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের স্মরেণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহ্িফলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেলবাজার এতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল হক মালিক, সাধারণ সম্পাদক শাহরিন হক মালিক, নির্বাহী সদস্য রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, জহুরুল ইসলাম মালিক, মঞ্জুরুল আলম মালিক লার্জ, মরহুম আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের পুত্র রায়হান হাসান জোয়ার্দ্দার সুসিক ও হাফেজ সাইয়েদুল মুরছালিন মালিক প্রমুখ। দোয়া অনুষ্ঠানে এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সব হাফেজ এবং শিক্ষার্থীগণ উপিস্থত ছিলেন। মরহুমের কবর জিয়ারতসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা রেলবাজার ওয়াইসি জামে মসজিদের ইমাম হাফেজ আশরাফুল আলম।
কমেন্ট বক্স