জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করার বিষয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুরে অবহিতকরণ সভা
- আপলোড তারিখঃ ০৯-১২-২০১৯ ইং
সমীকরণ প্রতিবেদন:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হারদী হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মেদ বাললু, ডা. সজিব ও ডা. নাশরিন আক্তার। সিডিসি মহাখালী ঢাকার এমডিভি সুপারভাইজার কে এম তাহমিদের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু সাইদ পিণ্টু, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম বিল্পব, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, প্রধান শিক্ষক আলহাজ্ব রাকিবুস সালেহীন, পৌরসভার কন্জারভেন্সি ইনস্পেক্টর আসাদুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডা. জাহাঙ্গীর আলম ও এমডিভির সুপারভাইজার আব্দুল্লাহ আল রোমান। সভায় উপস্থিত ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ শাহ, এমটিইপিআই জুলফিক্কার রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক জাহিদ বাবু ও মিঠুন মাহমুদ। সভাটি পরিচালনা করেন আনিছুজ্জমান।
মেহেরপুর:
২০২২ সালের মধ্যে দেশে থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এহসানুল কবির, ডিএলও জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান, বোরহান উদ্দিন চুন্নু প্রমুখ।
গাংনী:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়ামিন। এ সময় গাংনী উপজেলার কাথূলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপির সোহেল আহমেদ, বামন্দী ইউপির শহিদুল হক বিশ^াস, ধানখোলা ইউপির আখেরুজামান, রাইপুর ইউপির গোলাম সাকলায়েন ছেপু, কাজিপুর ইউপির চেয়ারম্যানসহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য সহকারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন এমডিভি সুপারভাইজার মুক্তার উদ্দিন ও একরামুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এমটিইপিআই আব্দুর রশীদ।
কমেন্ট বক্স