১২ পদে ২১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচন আগামী ৫ মে
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। ১২ পদের বিপরীতে মোট ২১ জন প্রাথী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রার্থীরা হলেন- সভাপতি পদে মুন্সী আমিনুল বাসার কবু, শেখ আসাউল ইসলাম গোলাপ ও শেখ মুহিদুল ইসলাম মধু। সহসভাপতি পদে আক্তারুল ইসলাম ইকবাল ও মোহাম্মদ আলী মিন্টু, সাধারণ সম্পাদক পদে মিজা হামিদুর রহমান সিলন ও কাজী আহসান হায়দার হাসান, সহসাধারণ সম্পাদক পদে এসএম জাভেদ লাল, দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ পদে খন্দকার আসাদুজ্জামান ও শেখ রেজাউল হক রানা, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে জাফরুল হক বাবলু ও সেলিম উদ্দীন, ২নং ওয়ার্ডে মুনতাজ আলী, মন্টু মিয়া ও সালাহউদ্দীন শুটকি, ৩নং ওয়ার্ডে তারিক হোসেন, বদর উদ্দীন বুদো, মমিনুল ইসলাম মমিন ও ইকরামুল হক। নিবাচনী তফসিল ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। মনোনয়নপত্র দাখিল আজ ২১ এপ্রিল ও ২৪ এপিল মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ দেয়্ াহবে। সর্বশেষ আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স