বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নাশকতার প্রস্তুতি মামলায় জেলা যুবদলের সদস্য মাহাবুলসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় নাশকতার প্রস্তুতি মামলায় জেলা যুবদলের সদস্য মাহাবুলসহ তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক: নাশকতা প্রস্তুতির মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য মাহাবুল হকসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল শনিবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট ও দশমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা কুতুবপুর ও জাফরপুর এলাকায় নাশকতা প্রস্তুতি মামলার আসামী বলে দাবি করছে পুলিশ। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে, আদালত থেকে গতকালই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হল- গাইদঘাট রেলপাড়ার মাহাবুল হক (৪০), দশমাইল মর্তুজাপুরের মশিউর রহমান(৩২) ও সরোজগঞ্জ বোয়ালীয়া গ্রামের মফিজুর রহমান (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, গত প্রায় আড়াই মাস পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর ও কুতুবপুর এলাকায় সরকার বিরোধী কর্মকান্ড করার জন্য গোপনে মিলিত হয়ে বৈঠক করে বেশকিছু লোক। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। পরে পুলিশ বাদি হয়ে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা আসামী করে পৃথক পৃথক মামলা দায়ের করে। দীর্ঘদিন পর ওই মামলায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এরা সকলে ওই মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামী। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এসকল আসামীরা তাদের নিজ নিজ এলাকাতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ভবতোষ, কিশোর কুমার, ও সুমন সরকারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলগুলোতে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট রেলপাড়ার দাউদ আলীর ছেলে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ও সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাহাবুল হক, দশমাইল মর্তুজাপুরের মৃত আমজাদ আলী বিশ্বাসের ছেলে বিএনপি নেতা মশিউর রহমান ও সরোজগঞ্জ বোয়ালীয়া গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে মফিজুর রহমানকে আটক করেন। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করলে, আদালত থেকে গতাকলই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ