আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ ১২-১২-২০১৮ ইং
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের বিবাহের শেষ প্রস্তুতির মুহুর্তে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নানের উপস্থিতে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে কন্যার পরিবারের নিকট ২০ হাজার টাকা আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে ষ্টেশনপাড়ায় বিবাহ বাড়িতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার শ্রী কিশোর কুমার পাত্রর স্কুল পড়–য়া ছাত্রী রতœা বালা পাত্রর উপজেলার কুমারী গ্রামে বিবাহের শেষ প্রস্তুতি চলছিলো,রাত পোহালেই আজ রতœার বিবাহ। রতœার বিবাহের ১৮ বছর পূরণ হতে আর মাত্র ৩ মাস বাকী ছিলো। গতকাল মঙ্গলবার রতœার পিতা কিশোর কুমার পাত্র চুয়াডাঙ্গা কোর্ট থেকে এ্যাডভোকেট জামালের মাধ্যমে চুয়াডাঙ্গা জুডিশিয়াল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফের নিকট থেকে আইনঅনুসারে বিবাহ দিতে পারবে এই মর্মে এভিডওভিড করে নিয়ে আসে। বাড়িতে ফিরেই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রতœার পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
কমেন্ট বক্স