চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনি আসর অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, স্বরচিত লেখা পাঠ, আলোচনা ও শোক জ্ঞাপনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে ১৩১১তম পদধ্বনি আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবন সদস্য, দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিনের মায়ের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কবি ও গল্পকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অধ্যাপক আবদুল মোহিত ও বিশিষ্ট আবৃত্তিকার এডভোকেট বজলুর রহমান। স্বরচিত ছড়া, কবিতা ও গল্প পাঠ করেন, শওকত আলী, এম এ হামিদ, গোলাম কবীর মুকুল, ইদ্রিস ম-ল, কাজল মল্লিক, জাহিদুল ইসলাম, আব্বাস উদ্দীন, হোসেন মোহাম্মদ ফারুক, মোস্তাফিজুর রহমান ও সুমন চৌধুরী প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন, অধ্যাপক আবদুল মোহিত, মো. আবুল কাসেম, শওকত আলী ও রাজিব আহম্মেদ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স