৪ হোটেল মালিককে জেল জরিমানা
- আপলোড তারিখঃ ২১-০৫-২০১৮ ইং
আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি হোটেল মালিককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। এসময় অপরিষ্কার ও ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে আলমডাঙ্গার প্রধান সড়করে পাশে বাবু হোটেলে ২ হাজার ৫’শ টাকা, হাউসপুর মিনারুল ইসলাসের হেটেলে ৩ হাজার টাকা, ইছাহকের হোটেলে ২ হাজার ৫’শ টাকা ও কালিদাসপুর সাদা ব্রীজ এলাকার শহিদুল হোটেল মালিককে শহিদুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স