মেহেরপুরে পূর্ব শত্রুতা জেরে জমির ধান ও বিচালীতে আগুন
- আপলোড তারিখঃ ০৯-০৫-২০১৮ ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পূর্ব বিরোধের জের ধরে জিয়ারুল ইসলাম নামের কৃষকের ২ বিঘা জমির ধান ও ২ বিঘা ধানের বিছালি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার রাজাপুর-গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ জিয়ারুল ইসলাম জানান, একই গ্রামের সাইদুল নামের এক ব্যক্তির সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জিয়ারুলের জমিতে চার বিঘা জমির ধান কেটে পরের দিন মাড়াই করার জন্য গুছিয়ে রেখে যান। পরদিন সকালে মাঠে গিয়ে দেখতে পান তাদের গোছানো ধানের পালার মধ্যে থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। পরে সেগুলো নাড়াচাড়া করে দেখতে পান সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, সাইদুলের সাথে পূর্ব বিরোধের জের ধরে সে এ ক্ষতি করেছে। আমি তার বিচার চাই। তিনি আরো জানান, এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
কমেন্ট বক্স