ইপেপার । আজশুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় আগুনে পুড়ল ৫ পরিবারের বসতঘর

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৮ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ৫ পরিবারের বসতঘর, ৩ লাখ ২০ হাজার লাখ টাকা, আলমসাধু এবং আসবাসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত মোস্তবারির স্ত্রী মাবিয়া খাতুন ও ছেলে শফিক, আমজাদ আলী, জসিম যার যার মতো মাঠে কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে তাদের বাড়িতে আগুন লাগে। নিমিষেই শফিকের গরু বিক্রি করা ২ লাখ ৮০ হাজার টাকা, মাবিয়া খাতুনের নগদ ৪০ হাজার টাকাসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দামুড়হুদা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পানির জন্য বিড়ম্বনায় পড়তে হয়। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম প্রধান কথা বলতে চাননি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, নতুন বাস্তুপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় আগুনে পুড়ল ৫ পরিবারের বসতঘর

আপলোড টাইম : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ৫ পরিবারের বসতঘর, ৩ লাখ ২০ হাজার লাখ টাকা, আলমসাধু এবং আসবাসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত মোস্তবারির স্ত্রী মাবিয়া খাতুন ও ছেলে শফিক, আমজাদ আলী, জসিম যার যার মতো মাঠে কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে তাদের বাড়িতে আগুন লাগে। নিমিষেই শফিকের গরু বিক্রি করা ২ লাখ ৮০ হাজার টাকা, মাবিয়া খাতুনের নগদ ৪০ হাজার টাকাসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দামুড়হুদা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পানির জন্য বিড়ম্বনায় পড়তে হয়। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম প্রধান কথা বলতে চাননি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, নতুন বাস্তুপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করি। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।