ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে


‘বাঁচিয়ে রাখি মানবতা’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস জাঁকজমকভাবে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রেডক্রিসেন্ট ইউনিট অফিসার সাব্বির মিয়ার সঞ্চালনায় ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউনিট ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সাবেক মেয়র ও ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল বক্তব্য রাখেন। এরপর রেডক্রস ও রেডক্রিসেন্ট প্রতিষ্ঠাতা জিন হেনরী ডুনান্টের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়।

এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের, মাহাবুল ইসলাম সেলিম, এএইচএমএম কামাল তুহিন ও সুলতানা আনজু রত্না, আজীবন সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী এবং যুবরেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোর্ট জামে মসজিদের হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। ২০২৪-২০২৬ রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে যুব সদস্যদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন যুব প্রধান শাহিন হোসেন।
সভায় মাহফুজুর রহমান মন্জু বলেন, বর্তমানে ফিলিস্তিন ও মায়নমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি অবিচার করা হচ্ছে এবং মানবাধিকার লংঘিত হচ্ছে। বিশ^ নেতৃবৃন্দ কোন পদক্ষেপ গ্রহন করছে না। অথচ, প্রায় ২০০ বছর আগে সুইজারল্যান্ডের জিন হেনরি ডুনান্ট মানবাধিকার রক্ষার জন্য রেডক্রস প্রতিষ্ঠা তরেন। যা আজ বিশ^ব্যাপী সুপরিচিত এবং আন্তর্জাতিকভাবে সুনামের সাথে কাজ করছে। দেশে মহান স্বাধীনতাযুদ্ধের সময় চুয়াডাঙ্গায় রেডক্রস প্রতিষ্ঠা করা হয়। ওই সময় থেকে রেডক্রস সাহসিকতা ও মানবিকতার সাথে কাজ করছে।
সভায় সাবেক পৌর মেয়র ও রেডক্রিসেন্ট ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, সকল মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিন রাষ্ট্রে ৩৪ হাজারের বেশি মানুষকে মরতে হতো না। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ^ মুসলিম সমাজকে এক হতে হবে। সেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। মানবতা আমাদের হারিয়ে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রেডক্রিসেন্ট জাতীয় সহদরকে বলবো বিশ^মানবতার জন্য তাদেরকে শক্ত ভূমিকা রাখতে হবে।
স্বাগত বক্তব্য সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান রেডক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের সংক্ষিপ্ত জীবন ইতিহাস তুলে ধরে। তিনি বলেন, রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরী ডুনান্ট ১৮২৮ সালের ৮ ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরের ভারদেইনি নামক স্থানে জন্মগ্রহন করেন। জিন হেনরী ডুনান্ট ১৯০১ সালে ডিসেম্বর মাসে ১ম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ১৯১০ সালে ৩০ অক্টোবর ৮২ বছর বয়সে মৃতুবরণ করেন। জিন হেনরী ডুনান্টের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশসহ সারা বিশে^ প্রতিবছর মে মাসের ৮ তারিখ ‘বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন

আপলোড টাইম : ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪


‘বাঁচিয়ে রাখি মানবতা’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস জাঁকজমকভাবে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রেডক্রিসেন্ট ইউনিট অফিসার সাব্বির মিয়ার সঞ্চালনায় ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউনিট ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সাবেক মেয়র ও ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল বক্তব্য রাখেন। এরপর রেডক্রস ও রেডক্রিসেন্ট প্রতিষ্ঠাতা জিন হেনরী ডুনান্টের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়।

এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের, মাহাবুল ইসলাম সেলিম, এএইচএমএম কামাল তুহিন ও সুলতানা আনজু রত্না, আজীবন সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী এবং যুবরেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোর্ট জামে মসজিদের হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। ২০২৪-২০২৬ রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে যুব সদস্যদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন যুব প্রধান শাহিন হোসেন।
সভায় মাহফুজুর রহমান মন্জু বলেন, বর্তমানে ফিলিস্তিন ও মায়নমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি অবিচার করা হচ্ছে এবং মানবাধিকার লংঘিত হচ্ছে। বিশ^ নেতৃবৃন্দ কোন পদক্ষেপ গ্রহন করছে না। অথচ, প্রায় ২০০ বছর আগে সুইজারল্যান্ডের জিন হেনরি ডুনান্ট মানবাধিকার রক্ষার জন্য রেডক্রস প্রতিষ্ঠা তরেন। যা আজ বিশ^ব্যাপী সুপরিচিত এবং আন্তর্জাতিকভাবে সুনামের সাথে কাজ করছে। দেশে মহান স্বাধীনতাযুদ্ধের সময় চুয়াডাঙ্গায় রেডক্রস প্রতিষ্ঠা করা হয়। ওই সময় থেকে রেডক্রস সাহসিকতা ও মানবিকতার সাথে কাজ করছে।
সভায় সাবেক পৌর মেয়র ও রেডক্রিসেন্ট ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, সকল মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিন রাষ্ট্রে ৩৪ হাজারের বেশি মানুষকে মরতে হতো না। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ^ মুসলিম সমাজকে এক হতে হবে। সেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। মানবতা আমাদের হারিয়ে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রেডক্রিসেন্ট জাতীয় সহদরকে বলবো বিশ^মানবতার জন্য তাদেরকে শক্ত ভূমিকা রাখতে হবে।
স্বাগত বক্তব্য সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান রেডক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের সংক্ষিপ্ত জীবন ইতিহাস তুলে ধরে। তিনি বলেন, রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরী ডুনান্ট ১৮২৮ সালের ৮ ই মে সুইজারল্যান্ডের জেনেভা শহরের ভারদেইনি নামক স্থানে জন্মগ্রহন করেন। জিন হেনরী ডুনান্ট ১৯০১ সালে ডিসেম্বর মাসে ১ম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ১৯১০ সালে ৩০ অক্টোবর ৮২ বছর বয়সে মৃতুবরণ করেন। জিন হেনরী ডুনান্টের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশসহ সারা বিশে^ প্রতিবছর মে মাসের ৮ তারিখ ‘বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।