ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কলেজের সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব। প্রভাষক তাপস রসিদের উপস্থাপনায় আলোচনায় বক্তব্য দেন বাংলা বিভাগের প্রফেসর মঞ্জুরুল ইসলাম, ড. মহবুব আলম, সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান, শরিতউললাহ। কবিতা আবৃত্তি করেন তাপস রশীদ, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন পলি রানি সিনহা, আব্দুল হান্নান।

অনুষ্ঠানে সভাপতি বলেন, এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ আমাদের সামনে পথ চলার নির্দেশনা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা, মেধা ও মননে চিরভাস্বর। শুধু সাহিত্যই নয়, প্রতিটি শাখায় ছিল তাঁর পদচারণা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুদের নিয়ে বিশেষ চিন্তা ছিল। তিনি শিশুদের নিয়ে বেশি লেখালেখি করতেন। রবীন্দ্রনাথ অসংখ্য গান, কবিতা রচনা করেন।

এছাড়া আলমডাঙ্গা সাহিত্য পরিষদ ও গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও কবিতা আবৃতি পাঠের আয়োজন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরি, কবি জামিরুল ইসলাম, কবি হাবিবুর রহমান মজুমদার, কবি সিরাজুল ইসলাম, কবি সিদ্দিকুর রহমান, কবি মহসিনুজ্জামান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন

আপলোড টাইম : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কলেজের সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব। প্রভাষক তাপস রসিদের উপস্থাপনায় আলোচনায় বক্তব্য দেন বাংলা বিভাগের প্রফেসর মঞ্জুরুল ইসলাম, ড. মহবুব আলম, সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান, শরিতউললাহ। কবিতা আবৃত্তি করেন তাপস রশীদ, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন পলি রানি সিনহা, আব্দুল হান্নান।

অনুষ্ঠানে সভাপতি বলেন, এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ আমাদের সামনে পথ চলার নির্দেশনা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা, মেধা ও মননে চিরভাস্বর। শুধু সাহিত্যই নয়, প্রতিটি শাখায় ছিল তাঁর পদচারণা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুদের নিয়ে বিশেষ চিন্তা ছিল। তিনি শিশুদের নিয়ে বেশি লেখালেখি করতেন। রবীন্দ্রনাথ অসংখ্য গান, কবিতা রচনা করেন।

এছাড়া আলমডাঙ্গা সাহিত্য পরিষদ ও গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও কবিতা আবৃতি পাঠের আয়োজন করা হয়। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরি, কবি জামিরুল ইসলাম, কবি হাবিবুর রহমান মজুমদার, কবি সিরাজুল ইসলাম, কবি সিদ্দিকুর রহমান, কবি মহসিনুজ্জামান প্রমুখ।