বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার সন্ধ্যায় বোয়ালমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. তারিক আজিজ ওরফে ক্যাপ্টেন (৩৬)। তিনি বোয়ালমারীর মো. আব্দুল মান্নানের ছেলে।


জানা গেছে, গতকাল বোয়ালমারী গ্রামের মো. রুহুল আমিনের মুদি দোকানের সামনে পাকায় অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের সামনের ডান পকেটের একটি ছোট কাপড়ের ব্যাগ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন উপপরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার।



কমেন্ট বক্স
notebook

৫ লাখ টাকা নিয়ে পালাতে গিয়ে আটক ২