দামুড়হুদার ডুগডুগি গ্রামের মাঠে জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেলে পালিয়া গেছে জুয়াড়িসহ চক্রের হোতারা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এই অভিযান পরিচালনা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানে ছিলেন থানার এসআই সিয়াবুল, এসআই উত্তম, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোস।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদার ডুগডুগি গ্রামের মাঠে পুটি রামের আম বাগান ও শফি উদ্দীনের মেহগনি বাগানে জুয়ার আসরে বসছে, গোপন খবর পায় পুলিশ। পরে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির সঙ্গীয় ফোস নিয়ে অভিযান পরিচালিত করে। এসময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেলে দৌঁড়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ডুগডুগি গ্রামের মাঠ সংলগ্ন রেললাইনের পাশে প্রায় ১০-১২ জন অপরিচিত লোকজনকে মাঠের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। যারা জুয়া খেলতে এসেছিল তারা বাইরের লোক। গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি ভূমিকা জোরদার করারও দাবি করেন স্থানীয়রা।
দামুড়হুদা মডেল থানার ওসি মো হুমায়ূন কবির বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা ওই মাঠে দ্রুত অভিযান পরিচালনা করেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড জুয়া কখনই পরিচালিত হতে দেওয়া হবে না। আমরা যখনই সংবাদ পাই তখনই অভিযান পরিচালনা করি। এর আগেও কিছুদিন আগেও এ সংক্রান্ত বিষয়ে অভিযান করা হয়েছে। তিনি আরও বলেন, জুয়া চক্রে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।।