বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৫ ইং
ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এরপর শিশু একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


সভায় বক্তব্য দেন ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহজালাল, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আব্দুল আলি এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। সঞ্চালনা করেন জেলা শিশু কর্মকর্তা আইয়ুব হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের জন্য একটি নিরাপদ, সহনশীল ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’ আলোচনা শেষে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল কবিতা আবৃত্তি, গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা, যা দর্শকদের মন কেড়ে নেয়।



কমেন্ট বক্স