ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে তারা হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পৃথক চারটি মামলায়—শিবির কর্মী হত্যা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে—তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে আত্মসমর্পণকারী তিনজন হলেন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এবং আওয়ামী লীগ কর্মী রাকিবুল ইসলাম।
তিনি আরও জানান, হরিণাকুণ্ডু আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ এবং কালীগঞ্জ আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান হত্যাসহ চারটি মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঝিনাইদহ অফিস