বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৫ ইং
মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নিয়মিত মামলার আসামি এবং দণ্ডবিধির ৫৪ ধারায় একজন সন্দেহভাজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার মানিকনগর মাদ্রাসা পাড়ার মৃত শাহজাহান মাস্টারের ছেলে জাফর সাদেক (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দুধরাজপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে মো. পারভেজ কাজী ওরফে রাব্বি (২২)। আটকের পর যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল