গাংনীতে মসজিদের ইমাম ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও ক্ষুদে বিজ্ঞানী আল কাসাবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে কাজিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে হাড়ভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের শূরা সদস্য ও সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী নাজমুল হুদা।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই আলম হুসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গাংনী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং কাজিপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, ইমামদের এখন থেকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে। সমাজ ও দেশ গঠনে কোরআন-হাদিসের আলোকে ইমামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামের কৃতি সন্তান আল কাসাব অল্প বয়সেই বিজ্ঞানের নানা বিষয় নিয়ে কাজ করছে। দেশের নিরাপত্তা নিয়ে তার চিন্তা ও উদ্ভাবন ভবিষ্যতে দেশকে অনেকদূর এগিয়ে নিতে পারে।