দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রুদ্রনগর গ্রামসংলগ্ন গলাইদড়ি ব্রিজের পাশে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল গাফফার। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছিল। আইনের শাসন ছিল না। জোরপূর্বক ফরমায়েশি রায়ে এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দিয়ে ১৪ বছর কারাবন্দী রাখা হয়। আল্লাহর রহমতে সেই রায় মিথ্যা প্রমাণিত হয়েছে, তিনি আজ মুক্ত।’ রুহুল আমিন আরও বলেন, ‘বর্তমানে কিছু লোক ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে। তাদের বলছি, রাজনীতি না করে ডাকাতি করেন, অন্তত পেশার বদনাম করবেন না। আমরা ইনসাফভিত্তিক একটি সমাজ গড়তে চাই। অতীতে বিভিন্ন দলকে ভোট দিয়েছেন, এবার জামায়াতকে একবার সুযোগ দিন। ইনশাআল্লাহ আমরা হারানো অধিকার ফিরিয়ে দেব।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, সহকারী সেক্রেটারি আবুল বাশার ও রফিকুল ইসলাম জিয়া। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।