মেহেরপুরের গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোতালেব আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, গাংনী পৌরসভার প্রকৌশলী শামিম রেজা। এসময় গাংনী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা ইউএনওকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।