চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অবহিতকরণ ও মতামত গ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বেগমপুর দাখিল মাদ্রাসার হলরুমে এই সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম ফারুখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত।
বিশেষ অতিথি ছিলেণ দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, অভিভাবক সদস্য ইউনুছ আলী। এছাড়া বেগমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নেতা আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার আরিফ উল্লাহ।