চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সঙ্গে জীবননগর উপজেলা মহিলা দলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা মহিলা দলের উদ্যোগে মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু দলকে সুসংগঠিত ও গতিশীল করতে মহিলা দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেন। এসময় বক্তব্য দেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন মহিলা দলের সভাপতি আফরোজা, সাধারণ সম্পাদক আন্জুরা আক্তার, সীমান্ত ইউনিয়ন মহিলা দলের সভাপতি ফারসিনা, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, মনোহরপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিল্পী ইয়াসমিন পারুল, হাসাদাহ ইউনিয়ন মহিলা দলের সভাপতি মনোয়ারা খাতুন, কেডিকে ইউনিয়ন মহিলা দলের সভাপতি স্বপ্না, রায়পুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারভীনা, স্বপ্না-২, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের প্রস্তাবিত সভাপতি নার্গিস আক্তার, মহিলা দলের অন্যতম নেত্রী হীরা, মমতাজ খাতুন প্রমুখ।