মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা গেছে, গতকাল মেহেরপুর বড়বাজার গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সেখানে অতিরিক্ত দামে সার বিক্রয় করা ও ভাউচার প্রদান না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে গরমিল পাওয়া যায়। এছাড়া ১০৫০ টাকার ডিএপি সার ১৭৫০ টাকা ও টিএসপিসহ অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৭০০ টাকা বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাঈদ আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে সদর উপজেলার বামনপাড়ায় অপর একটি সারের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।