সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কান্নায় ভেঙে পড়লেন জেলা পরিষদের সদস্য লিটন মোল্লা

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং
কান্নায় ভেঙে পড়লেন জেলা পরিষদের সদস্য লিটন মোল্লা

জীবননগরে রাতের আধারে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোসাবুল ইসলাম লিটন মোল্লার মাল্টা বাগানের ছয় শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে এ ঘটনা ঘটে। লিটন মোল্লা সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লার বড় ছেলে। গতকাল বুধবার সকালে লিটন মোল্লা মাল্টা গাছ কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগী লিটন মোল্লা বলেন, গত দুই দিন আগে সীমান্ত ইউনিয়নের হাবিবপুর মাঠে ৩ বিঘা জমিতে বারি মাল্টা-১ জাতের ৬৫০টি মাল্টা গাছের চারা রোপণ করেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতের আঁধারে বাগানের ৬২৫টি মাল্টা গাছের চারা কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূবক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু