শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর রায়পুরে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৩ ইং
জীবননগর রায়পুরে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুরে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় রায়পুর কামারপাড়ার আরআরএফ-এর প্রবীণ কেন্দ্র এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭৫ জন প্রবীণদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। রায়পুর প্রবীণ কমিটির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা। বিশেষ অতিথি ছিলেন আরআরএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুখ হোসেন, ইব্রাহিম, আরআরএফ রায়পুর অফিসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ওয়েদুর রহমান প্রমুখ।



কমেন্ট বক্স