আলমডাঙ্গার বারাদী ইউনিয়নে কর্মী সভা ও গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ ১১-০৬-২০২৩ ইং
নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের বারাদী বাজার, নতিডাঙ্গা, এনায়েতপুর ও দুর্লভপুরে গণসংযোগ এবং পোলতাডাঙ্গা বাজারে কর্মী সভা করেন তিনি। গণসংযোগ ও কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিশেষ মিছিলও বের করে।
গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘ক্ষমতায় থাকাকালে দুর্নীতি, স্বজনপ্রীতি, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিরোধী দলের অগণিত নেতা-কর্মীদের হত্যা করে জঙ্গিবাদের উত্থানের ঘটিয়ে যে বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। তারা বিগত ১৪ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন অভিযাত্রায় জনবিচ্ছিন্ন এবং দিশেহারা হয়ে এখন নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত। বর্তমান সময়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুল হক বিশ^াস আরও বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ সরকারের বিগত দিনের এতো এতো উন্নয়ন হয়েছে সেগুলো জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। এসকল উন্নয়নের কথা জনগণের কানে পৌঁছে দিতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার শক্তি হচ্ছে বড় শক্তি। বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে।
তিনি বলেন, আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং জানেন। এই অন্ধকার জনপদে আমি আপনাদের ঘরে বিদ্যুতের আলো নিয়ে এসছিলাম। আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই।
বারাদী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, জেলা শ্রমীক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন।
আরও বক্তব্য দেন, বারাদী ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম সোহেল, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল, বকুল, সজল, বিপুল, মামুন, তরিকুল ইসলাম জুয়েল, আশরাফ আলী, মুনতাজ আলী, ইখতিয়ার আলী মাস্টার, আকরামুল হক ইকাম, রহিদুজ্জামান, আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য পাপেল মিয়া, আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস প্রমুখ।
কমেন্ট বক্স