শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী ও ডাব্লুবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দীন আহম্মেদ। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধীত ২০১৩) এর সংশোধনী এখন সময়ের দাবি। সেই দাবির প্রতি সাড়া দিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয় নতুনভাবে আইনে যে সকল সংশোধনী প্রস্তাবনা যুক্ত করেছে, তা অত্যন্ত যুগোপযোগী। বিশ্বের বিভিন্ন দেশের তামাক নিয়ন্ত্রণ আইনে ইতঃমধ্যে এই ধারাগুলো সংযুক্ত হয়েছে। এবং তারা এর সুফলও পাচ্ছে। এদিকে তামাক কোম্পানিগুলো অনুগতদের দিয়ে আইনের সংশোধন বিষয়ে যে নেতিবাচ প্রচারণা চালাচ্ছে, তার উদ্দেশ্যই হলো আইনের নতুন ধারাগুলো যাতে যুক্ত না হয়। কারণ এই ধারাগুলো যুক্ত হলে তামাক কোম্পানির বাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি হবে। লাইসেন্সিং ধারাটি তার মধ্যে অন্যতম। সে কারণে এই বিষয়টি নিয়ে তাদের বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে। আগামী প্রজন্মকে তামাকের সর্বনাশা ছোবল থেকে রক্ষা করার জন্য সকল নাগরিকের দায়িত্ব তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর প্রস্তাবনাকে সমর্থন করা এবং তামাক কোম্পানির কূটকৌশলকে প্রতিহত করা। তিনি আরও বলেন, গত অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার এই খাত থেকে। কিন্তু এটা বলা হলো না এই ৩০ হাজার কোটি টাকা আয় করতে গিয়ে তামাক ব্যবহারের আর্থিক ক্ষতি বাবদ ৩০ হাজার ৫৭০ কোটি টাকা সরকারকে ব্যয় করতে হয়েছে। ইতঃমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত করবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জিয়াউর রহমান। অতিথি হিসেবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল আলম। বক্তব্য দেন গ্রামীণ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চন, সাংবাদিক আহসান আলম, মেহেরাব্বিন সানভী, পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী, ওয়াসেফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমান।


কমেন্ট বক্স
notebook

কোরআনে বিজ্ঞান চর্চার তাগিদ