বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষকদের জন্য বজ্র শেল্টার নির্মাণ

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২০ ইং
কৃষকদের জন্য বজ্র শেল্টার নির্মাণ
বজ্রপাত থেকে রক্ষা পেতে দামুড়হুদার বিভিন্ন মাঠে মোজাম্মেল শিশির: দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে যাতে কোনো কৃষকের মৃত্যু না হয়, সে জন্য উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে বজ্র শেল্টার তৈরি করে ও নলকূপ বসিয়ে সুনাম কুড়িয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। জানা যায়, সাম্প্রতিক সময়ে দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন। সেই সঙ্গে একটি গরুরও মৃত্যু হয়। ওই মৃত ব্যক্তি ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এরপর থেকেই দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা চিন্তা করেন সিমেন্টের তৈরি টিন হলো বিদ্যুৎ অপরিবাহী। এই টিন দিয়ে যদি মাঠে ঘর তৈরি করা যায়, তাহলে কৃষকেরা এই ঘরে আশ্রয় নিলে বজ্রপাত থেকে রক্ষা পাবেন। সেই চিন্তা থেকেই ওই ঘরের নাম দেওয়া হয় বজ্র শেল্টার। শুধু বজ্র শেল্টারই নয়, সেখানে কৃষকেরা মাঠে কাজ করার সময় ক্লান্ত হয়ে গেলে এ শেল্টারে এসে বিশ্রাম নিতে পারবেন। কৃষকের পানির পিপাসা মেটাতে বজ্র শেল্টারের পাশেই নলকূপ বসানো হয়েছে। দামুড়হুদা উপজেলার নাপিতখালি মাঠে একটি, ছুটিপুর মাঠে একটি, নাটুদাহে একটি, কুড়ুলগাছিতে একটি, হাউলী মাঠে একটি, জয়রামপুর মাঠে একটি, কেশবপুর মাঠে একটি, বিষ্ণুপুর মাঠে একটিসহ মোট আটটি বজ্র শেল্টার তৈরি করা হয়েছে। পযার্য়ক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগিতায় এক শ টি বজ্র শেল্টার তৈরি করে দিবেন তিনি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মাঠে একটি বজ্র শেল্টার থাকলে এক দিক থেকে যেমন কৃষকেরা উপকৃত হবেন, অন্যদিকে কৃষি কর্মকর্তারা ওই বজ্র শেল্টারে বসে কৃষকদের সমস্যার সমাধান করতে সহযোগিতা করবেন। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, ‘বৃষ্টির সময় আপনারা পানির ভেতর কাজ করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নিবেন না, চামড়ার স্যান্ডেল পায়ে দিবেন না, যদি রবার স্যান্ডেল হয়, তাহলে পায়ে দেওয়া যাবে এবং যত দ্রুত বজ্র শেল্টারে আশ্রয় নেন। পরে বৃষ্টি থেমে গেলে কাজ শুরু করেন।’ কীটনাশক ওষুধ প্রয়োগ করার পর তার খোসা যাতে মাঠে খেতের ভেতর ফেলতে না হয়, তার জন্য প্রত্যেক বজ্র শেল্টারে একটি করে ডাস্টবিন দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ