শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগের পরিবারগুলোর কৃতজ্ঞতা প্রকাশ

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০১৯ ইং
আ.লীগের পরিবারগুলোর কৃতজ্ঞতা প্রকাশ
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক প্রদান প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত দুই নেতার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অনুদানের পাঁচ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়েছে। গত রোববার তাঁদের বাড়িতে গিয়ে প্রয়াত দুই নেতার স্ত্রীদের হাতে এ অনুদানের চেক প্রদান করেছেন ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম অপু। জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম মোস্তফার স্ত্রী সাইফুন্নেছা ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত আলী হোসেন ভূইয়ার স্ত্রী নার্গিস সুলতানার নিকট এ চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নুরে আলম বিপ্লব, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, নোয়াব আলী মেম্বর, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল মাহমুদ পাভেল, সাগান্না ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক গাজী আব্দুল হালিম, সদর থানা ছাত্রলীগের সভাপতি আব্বাস উদ্দীন, ছাত্রলীগ নেতা রুবেল, বাসার, রাসেল, বিপ্লবসহ স্থানীয় নেতারা। এসব প্রয়াত আওয়ামী লীগের নেতার পরিবার পাঁচ লাখ টাকার চেক পেয়ে প্রধানমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি শফিকুল ইসলাম অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কমেন্ট বক্স