জীবননগরে মাইক্রো-আলমসাধু সংঘর্ষে একজন আহত
- আপলোড তারিখঃ ২৩-১২-২০১৮ ইং
জীবননগর অফিস: জীবননগরে মাইক্রো-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের লক্ষীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত হয় আলমসাধুর যাত্রী জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা জোলপাড়ার হাসেম আলীর ছেলে জাফর (২৫)। আহত জাফরকে স্থানীয় জনগন উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর থেকে ছেড়ে যাওয়া আলমসাধু এবং দর্শনা থেকে দ্রুতগতিতে ছেড়ে আশা একটি মাইক্রোবাস লক্ষীপুর ব্রীজ পার হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে মাইক্রোবাসটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে আলমসাধুতে থাকা সকল যাত্রী রাস্তার উপর পড়ে যায়। এতে জাফর নামের একযাত্রীর পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থানে ছুটে যান।
কমেন্ট বক্স