বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পারকৃষ্ণপুর-মদনায় দারিদ্র্য দূরকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সক্ষমতা বৃদ্ধি করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৮ ইং
দর্শনা পারকৃষ্ণপুর-মদনায় দারিদ্র্য দূরকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সক্ষমতা বৃদ্ধি করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান
দর্শনা অফিস: দারিদ্র্য দূরকরণের লক্ষে দরিদ্র পরিবার সমূহের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এলাকার মানুষকে সচেতন করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় হীড বাংলাদেশের পরিবেশনায় পারকৃষ্ণপুর ব্রীজের পাশে এস এম জাকারিয়া পার্কে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান অনুষ্ঠিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ইউপি সদস্য খাইরুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নকে একটি সমৃদ্ধশালী ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। ওয়েভ ফাউন্ডেশনের কর্মিরা এ ইউনিয়নকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিষয় সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। দারিদ্রতা দূরকরণের লক্ষ্যে পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি করতে বিভিন্ন ধরণের কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিটি বাড়ি বাড়ি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা করছেন। এছাড়া কিশোর-কিশোরীরা ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করছে। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে এ ধরণের কার্যক্রম হাতে নেয়ার জন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখা হাসিনার উদ্যোগকে এগিয়ে নিতে আমি কাজ করে যাবো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুব ফোরামের সভাপতি তানভীর সাগর ও ওয়েভ ফাউন্ডেশনের ডেপুটি কো-অর্ডিনেটর কাকরুজ্জামান যুদ্ধ, পল্লী চিকিৎসক জাকির হোসেন, রেবেকা সুলতানা, সাইদুল ইসলাম। আলোচনা শেষে হীড বাংলাদেশের পরিবেশনায় পারকৃষ্ণপুর ব্রীজের পাশে এস এম জাকারিয়া পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ