ইপেপার । আজবৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ও ঝিনাইদহে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে


তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও ঝিনাইদহে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গার দারুস সালাম ঈদগাহ ময়দান ও ঝিনাইদহ ওয়াজির আলী স্কুলমাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বিশেষ মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন তারা।

আলমডাঙ্গা:
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় আলমডাঙ্গায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় উপজেলার দারুস সালাম প্রধান ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন স্থানীয়রা। ইস্তিস্কার নামাজে শহর ও আশেপাশের বিভিন্ন এলাকার শতশত মানুষ অংশ নেন। নামাজ ও দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা কাছারি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কাদের।
জানা গেছে, সারা দেশের তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছে মানুষসহ সমস্ত প্রাণিকূল। তাপদাহে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় নদী, খাল-বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচপাম্পে। তীব্র তাপ প্রবাহে বির্পযস্ত হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। প্রচণ্ড রোদে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম লিচুর গুটি ঝরে পড়ছে। এমন অসহনীয় পরিস্থিতি থেকে রক্ষা পেতে আলমডাঙ্গা এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন।
নামাজের পর মাওলানা আব্দুল কাদের বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের (আল্লাহ) কাছে প্রার্থনা করতে হবে। তিনি যেন রহমত বর্ষণ করেন। আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছি। রাসুলের সুন্নাহ অনুযায়ী আমরা মাঠে এসেছি, আমাদের অপরাধ স্বীকার করলাম। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ক্ষমা চাইলাম। আল্লাহ পাক চাইলে অবশ্যই বৃষ্টি দেবেন ইনশাল্লাহ।

ঝিনাইদহ:
ঝিনাইদহে তাপদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। মানুষ ও প্রাণিকূল সবাই হাঁসফাঁস করছে। এ অবস্থায় বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন মানুষ। গতকাল বুধবার বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লিরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুলমাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তিস্কার আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েক’শ মুসল্লি অংশ নেন।
নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাম্মদ সাঈদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুই হাত তুলে ঝিনাইদহসহ পুরো বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন। নামাজ শেষে মাওলানা মুহাম্মদ সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিস্কার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া বলা হয়। তিনি আরও বলেন, রাসুল (সা.) এই নামাজের সময় তার দু-হাত উল্টে করে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও ওনার মতো করে করার চেষ্টা করেছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা ও ঝিনাইদহে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত

আপলোড টাইম : ০৮:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪


তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও ঝিনাইদহে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গার দারুস সালাম ঈদগাহ ময়দান ও ঝিনাইদহ ওয়াজির আলী স্কুলমাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বিশেষ মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন তারা।

আলমডাঙ্গা:
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় আলমডাঙ্গায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় উপজেলার দারুস সালাম প্রধান ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন স্থানীয়রা। ইস্তিস্কার নামাজে শহর ও আশেপাশের বিভিন্ন এলাকার শতশত মানুষ অংশ নেন। নামাজ ও দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা কাছারি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কাদের।
জানা গেছে, সারা দেশের তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছে মানুষসহ সমস্ত প্রাণিকূল। তাপদাহে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় নদী, খাল-বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচপাম্পে। তীব্র তাপ প্রবাহে বির্পযস্ত হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। প্রচণ্ড রোদে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম লিচুর গুটি ঝরে পড়ছে। এমন অসহনীয় পরিস্থিতি থেকে রক্ষা পেতে আলমডাঙ্গা এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন।
নামাজের পর মাওলানা আব্দুল কাদের বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের (আল্লাহ) কাছে প্রার্থনা করতে হবে। তিনি যেন রহমত বর্ষণ করেন। আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছি। রাসুলের সুন্নাহ অনুযায়ী আমরা মাঠে এসেছি, আমাদের অপরাধ স্বীকার করলাম। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ক্ষমা চাইলাম। আল্লাহ পাক চাইলে অবশ্যই বৃষ্টি দেবেন ইনশাল্লাহ।

ঝিনাইদহ:
ঝিনাইদহে তাপদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। মানুষ ও প্রাণিকূল সবাই হাঁসফাঁস করছে। এ অবস্থায় বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন মানুষ। গতকাল বুধবার বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লিরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুলমাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তিস্কার আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েক’শ মুসল্লি অংশ নেন।
নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাম্মদ সাঈদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুই হাত তুলে ঝিনাইদহসহ পুরো বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন। নামাজ শেষে মাওলানা মুহাম্মদ সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিস্কার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া বলা হয়। তিনি আরও বলেন, রাসুল (সা.) এই নামাজের সময় তার দু-হাত উল্টে করে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও ওনার মতো করে করার চেষ্টা করেছি।