ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা-জীবননগর উপজেলা নির্বাচনে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং

শিথিলতা পরিহার করে দায়িত্ব পালনের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১৪ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দর্শনা অডিটরিয়ামে জেল পুলিশের আয়োজনে এ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত জেলার সর্বস্তরের পুলিশ ও আনসার সদস্যরা এ নিরাপত্তা বিফ্রিংয়ে অংশ নেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচনী ডিউটিতে কর্মরত সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান নির্বাচনী ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব আইনানুগভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটকেন্দ্রের মূল দায়িত্ব প্রিজাইডিং অফিসারের বিধায়, তার বৈধ আদেশ সঠিকভাবে পালন করতে হবে। পুলিশ ও আনসারের দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ তার অন্যান্য সহকর্মীদের নিরাপত্তা দেওয়া, নির্বাচন সামগ্রীর নিরাপত্তা দেওয়া, নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা দেওয়া ও ভোটারদের আসা-যাওয়ার পথে নিরাপত্তা দেওয়া। প্রিজাইডিং অফিসারের কাজে সহায়তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের সম্মিলিতভাবে বিধিবদ্ধ কাজ করতে হবে।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও আনসার) সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদা-জীবননগর উপজেলা নির্বাচনে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং

শিথিলতা পরিহার করে দায়িত্ব পালনের আহ্বান

আপলোড টাইম : ০৩:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দর্শনা অডিটরিয়ামে জেল পুলিশের আয়োজনে এ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত জেলার সর্বস্তরের পুলিশ ও আনসার সদস্যরা এ নিরাপত্তা বিফ্রিংয়ে অংশ নেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচনী ডিউটিতে কর্মরত সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান নির্বাচনী ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব আইনানুগভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটকেন্দ্রের মূল দায়িত্ব প্রিজাইডিং অফিসারের বিধায়, তার বৈধ আদেশ সঠিকভাবে পালন করতে হবে। পুলিশ ও আনসারের দায়িত্ব হচ্ছে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ তার অন্যান্য সহকর্মীদের নিরাপত্তা দেওয়া, নির্বাচন সামগ্রীর নিরাপত্তা দেওয়া, নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা দেওয়া ও ভোটারদের আসা-যাওয়ার পথে নিরাপত্তা দেওয়া। প্রিজাইডিং অফিসারের কাজে সহায়তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের সম্মিলিতভাবে বিধিবদ্ধ কাজ করতে হবে।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও আনসার) সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।