ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গড়াইটুপিতে প্রবীণ আ.লীগ নেতা মেহের আলীর ইন্তেকাল

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৪:০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা মেহের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। নিহত মেহের আলী কালুপোল গ্রামের মৃত কলিম লস্করের ছেলে। এদিকে, প্রবীণ নেতা মেহের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। মৃত্যুর খবর শুনে এমপি মেহের আলীর বাড়িতে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, গতকাল দুপুরে ব্যক্তিগত একটি কাজে তিতুদহ ইউনিয়ন ভূমি অফিসে যান মেহের আলী। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসকের নিকট নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, মেহের আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য অনুদানও দিয়েছিলেন। স্থানীয়রা জানান, একজন নিষ্ঠাবান ও স্বহৃদয়বান ও হাস্যজ্বল মানুষ হিসেবেই গ্রামের সকলের কাছে অতিপরিচিত ছিলেন মেহের আলী। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।

নিহতের জানান ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু সাইদ, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গড়াইটুপিতে প্রবীণ আ.লীগ নেতা মেহের আলীর ইন্তেকাল

আপলোড টাইম : ০৪:০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা মেহের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। নিহত মেহের আলী কালুপোল গ্রামের মৃত কলিম লস্করের ছেলে। এদিকে, প্রবীণ নেতা মেহের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। মৃত্যুর খবর শুনে এমপি মেহের আলীর বাড়িতে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, গতকাল দুপুরে ব্যক্তিগত একটি কাজে তিতুদহ ইউনিয়ন ভূমি অফিসে যান মেহের আলী। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসকের নিকট নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, মেহের আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য অনুদানও দিয়েছিলেন। স্থানীয়রা জানান, একজন নিষ্ঠাবান ও স্বহৃদয়বান ও হাস্যজ্বল মানুষ হিসেবেই গ্রামের সকলের কাছে অতিপরিচিত ছিলেন মেহের আলী। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।

নিহতের জানান ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু সাইদ, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।