ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৪:০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। তিনি বলেন, ‘এ দেশের কৃষক আজ অধিক ফসল উৎপাদন করছে। প্রধানমন্ত্রীর যে নিদের্শনা, এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে, তা বাস্তবায়ন করতে হবে। তাই কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিসহ সারা দেশে বিক্রি করতে হবে। তবেই দেশ কৃষিতে আরও সমৃদ্ধ লাভ করবে।’
অনুষ্ঠানো বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। কৃষি সম্প্রসারণ অফিসার এ জেড এম ওবাইদুল্লাহ-এর উপস্থাপনায় বক্তব্য দেন সাবেক উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আব্দুল জব্বার, উপসহকারী কৃষি অফিসার আশাফুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক শাহিন, আব্দুস সামাদ, আমজাদ হোসেন, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

ফসল প্রদর্শনী স্টলের জন্য ওল কচুর স্টলের মালিক আব্দুর রশিদ, মান কচুর জন্য সাথী বিশ্বাস, লুতি কচুর জন্য খোকন মিয়া, ঘট কচুর জন্য রেদওয়ান ও গোল আলুর জন্য সাহাবুল হক ছাড়াও মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও সবজি জাতীয় ১৪টি স্টলে প্রদর্শনকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০৪:০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। তিনি বলেন, ‘এ দেশের কৃষক আজ অধিক ফসল উৎপাদন করছে। প্রধানমন্ত্রীর যে নিদের্শনা, এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে, তা বাস্তবায়ন করতে হবে। তাই কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিসহ সারা দেশে বিক্রি করতে হবে। তবেই দেশ কৃষিতে আরও সমৃদ্ধ লাভ করবে।’
অনুষ্ঠানো বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। কৃষি সম্প্রসারণ অফিসার এ জেড এম ওবাইদুল্লাহ-এর উপস্থাপনায় বক্তব্য দেন সাবেক উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আব্দুল জব্বার, উপসহকারী কৃষি অফিসার আশাফুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক শাহিন, আব্দুস সামাদ, আমজাদ হোসেন, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

ফসল প্রদর্শনী স্টলের জন্য ওল কচুর স্টলের মালিক আব্দুর রশিদ, মান কচুর জন্য সাথী বিশ্বাস, লুতি কচুর জন্য খোকন মিয়া, ঘট কচুর জন্য রেদওয়ান ও গোল আলুর জন্য সাহাবুল হক ছাড়াও মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও সবজি জাতীয় ১৪টি স্টলে প্রদর্শনকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।