ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আজ

দুই উপজেলায় ভোট যুদ্ধে ৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে
  • দামুড়হুদায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন
  • জীবননগরে মোট ভোটার ১ লাখ ৫৫ হাজার ৩৩৬ জন
  • দুই উপজেলায় থাকছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
  • প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
  • ৩৩৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

প্রথম ধাপে দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পেপার কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকালে সব কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ দুই উপজেলায় ৮৬৭ জন পুলিশ সদস্যসহ মোট ৩ হাজার ৩৩৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে থাকবেন একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪৩ জন। উপজেলার মোট ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলি মুনছুর বাবু (আনারস), এস এম জাকারিয়া আলম (মোটরসাইকেল) ও অ্যাড. আবু তালেব (ঘোড়া)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা খাতুন (কলস) ও তানিয়া খাতুন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শফিউল কবীর ইউসুব নির্বাচিত হয়েছেন।

অপর দিকে, জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ৭৭ হাজার ২২৯ জন। উপজেলার মোট ৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান (কাপ-পিরিচ) ও এস কে লিটন (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী (কলস) ও রেনুকা আক্তার রিতা (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫৮টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ৮৬৭ জনসহ মোট ৩ হাজার ৩৩৬ জন ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৬৩টি সাধারণ ভোটকেন্দ্রে ১৮৯ জন পুলিশ সদস্য ও ৯৫টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ২৮৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া ৩০টি মোবাইল টিমে ১৫০ জন পুলিশ সদস্য, ১০টি স্ট্রাইকিং টিমে ৪০ জন সদস্য, ১টি স্ট্যান্ডবাই টিমে ১২ জনসহ অন্যান নির্বাচনী ডিউটিতে ১৯১ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ জন র‌্যাব সদস্য, ১০০ জন বিজিবি সদস্য, আনসার ব্যাটালিয়ন ৩০ জন ও অঙ্গীভূত আনসার সদস্য ২৩০৭ জন।

দামুড়হুদা-জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, চুয়াডাঙ্গার দুই উপজেলায় ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। ভোটের দিন দুই উপজেলায় দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আজ

দুই উপজেলায় ভোট যুদ্ধে ৯ প্রার্থী

আপলোড টাইম : ১০:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • দামুড়হুদায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন
  • জীবননগরে মোট ভোটার ১ লাখ ৫৫ হাজার ৩৩৬ জন
  • দুই উপজেলায় থাকছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
  • প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
  • ৩৩৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

প্রথম ধাপে দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পেপার কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকালে সব কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ দুই উপজেলায় ৮৬৭ জন পুলিশ সদস্যসহ মোট ৩ হাজার ৩৩৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে থাকবেন একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪৩ জন। উপজেলার মোট ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলি মুনছুর বাবু (আনারস), এস এম জাকারিয়া আলম (মোটরসাইকেল) ও অ্যাড. আবু তালেব (ঘোড়া)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা খাতুন (কলস) ও তানিয়া খাতুন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শফিউল কবীর ইউসুব নির্বাচিত হয়েছেন।

অপর দিকে, জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ৭৭ হাজার ২২৯ জন। উপজেলার মোট ৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান (কাপ-পিরিচ) ও এস কে লিটন (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী (কলস) ও রেনুকা আক্তার রিতা (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫৮টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ৮৬৭ জনসহ মোট ৩ হাজার ৩৩৬ জন ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৬৩টি সাধারণ ভোটকেন্দ্রে ১৮৯ জন পুলিশ সদস্য ও ৯৫টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ২৮৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া ৩০টি মোবাইল টিমে ১৫০ জন পুলিশ সদস্য, ১০টি স্ট্রাইকিং টিমে ৪০ জন সদস্য, ১টি স্ট্যান্ডবাই টিমে ১২ জনসহ অন্যান নির্বাচনী ডিউটিতে ১৯১ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ জন র‌্যাব সদস্য, ১০০ জন বিজিবি সদস্য, আনসার ব্যাটালিয়ন ৩০ জন ও অঙ্গীভূত আনসার সদস্য ২৩০৭ জন।

দামুড়হুদা-জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, চুয়াডাঙ্গার দুই উপজেলায় ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। ভোটের দিন দুই উপজেলায় দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রত্যেক ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।