ইপেপার । আজবৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন চারজন জন

আওয়াল হোসেন, দর্শনা:
  • আপলোড টাইম : ০৯:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ১৩০ বার পড়া হয়েছে

আসন্ন দামুড়হুদা উপজেলার পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আর বাঁধা রইলো না পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলমের। সার্ভার জটিলতা কাটিয়ে গত শুক্রবার তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার নুরু-উল্লাহ দৈনিক সময়ের সমীকরণকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৫ এপ্রিল দামুড়হুদা উপজেলা নির্বাচনে অংশ নিতে পাকৃষ্ণপুর মদনা ইউপির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগপত্র উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।

এস এ এম জাকারিয়া আলম জানান, ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের পর উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৫ এপ্রিল তিনি অনলাইনে মনোনয়নপত্র দাখিল করলেও সার্ভার জটিলতায় সেটি গ্রহণ হয়নি। পরে বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের অভিযোগ করেন। নির্বাচন কমিশন তার অভিযোগ আমলে নিয়ে সার্ভার জটিলতা নিরসন করে গত শুক্রবার তার মনোনয়ন গ্রহণ করলে তিনি প্রার্থিতা ফিরে পান। গতকাল রোববার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার নুরু-উল্লাহ প্রার্থী এস এ এম জাকারিয়া আলম প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এস এ এম জাকারিয়া আলম ১৯৯০ দশকে ব্যাপক ভোটে বাংলাদেশ ছাত্রলীগ থেকে ভিপি পদে নির্বাচিত হন। ভিপি পদে নির্বাচিত হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ছাত্রজীবন শেষ হতে না হতেই পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির সাবেক চেয়ারম্যান আবুল হাসনাতকে হারিয়ে নির্বাচিত হন। পরপর ৪ বার নির্বাচিত হয়ে গত ২০ বছর ধরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এস এ এম জাকারিয়া আলমসহ দামুড়হুদা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের ছোট ভাই ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং দর্শনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, আলী আজগার টগরের চাচা ও সাবেক হাউলী ইউপি চেয়ারম্যান এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাবেক যুবলীগ নেত অ্যাডভোকেট আবু তালেব।

এছাড়া গত ১৫ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাহিদা খাতুন।

এদিকে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম পদত্যাগ করায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। এ বিষয়ে রোকসানা মিতা বলেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য থাকবে, তাছাড়া একটি ওয়ার্ড ভাগাভাগি নিয়ে নিয়ে মামলা আছে। এ মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট বন্ধ থাকবে। তবে উপজেলা নির্বাচন অফিসার সিদ্ধান্ত নিয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদা উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন চারজন জন

আপলোড টাইম : ০৯:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

আসন্ন দামুড়হুদা উপজেলার পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আর বাঁধা রইলো না পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলমের। সার্ভার জটিলতা কাটিয়ে গত শুক্রবার তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার নুরু-উল্লাহ দৈনিক সময়ের সমীকরণকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৫ এপ্রিল দামুড়হুদা উপজেলা নির্বাচনে অংশ নিতে পাকৃষ্ণপুর মদনা ইউপির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগপত্র উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।

এস এ এম জাকারিয়া আলম জানান, ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের পর উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৫ এপ্রিল তিনি অনলাইনে মনোনয়নপত্র দাখিল করলেও সার্ভার জটিলতায় সেটি গ্রহণ হয়নি। পরে বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের অভিযোগ করেন। নির্বাচন কমিশন তার অভিযোগ আমলে নিয়ে সার্ভার জটিলতা নিরসন করে গত শুক্রবার তার মনোনয়ন গ্রহণ করলে তিনি প্রার্থিতা ফিরে পান। গতকাল রোববার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার নুরু-উল্লাহ প্রার্থী এস এ এম জাকারিয়া আলম প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এস এ এম জাকারিয়া আলম ১৯৯০ দশকে ব্যাপক ভোটে বাংলাদেশ ছাত্রলীগ থেকে ভিপি পদে নির্বাচিত হন। ভিপি পদে নির্বাচিত হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ছাত্রজীবন শেষ হতে না হতেই পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির সাবেক চেয়ারম্যান আবুল হাসনাতকে হারিয়ে নির্বাচিত হন। পরপর ৪ বার নির্বাচিত হয়ে গত ২০ বছর ধরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এস এ এম জাকারিয়া আলমসহ দামুড়হুদা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের ছোট ভাই ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং দর্শনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, আলী আজগার টগরের চাচা ও সাবেক হাউলী ইউপি চেয়ারম্যান এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাবেক যুবলীগ নেত অ্যাডভোকেট আবু তালেব।

এছাড়া গত ১৫ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাহিদা খাতুন।

এদিকে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম পদত্যাগ করায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। এ বিষয়ে রোকসানা মিতা বলেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য থাকবে, তাছাড়া একটি ওয়ার্ড ভাগাভাগি নিয়ে নিয়ে মামলা আছে। এ মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট বন্ধ থাকবে। তবে উপজেলা নির্বাচন অফিসার সিদ্ধান্ত নিয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।