ইপেপার । আজবৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মতবিনিময়কালে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক

দ্রুতই এ জেলাবাসী একটি কোল্ড স্টোরেজ পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / ৮৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গায় সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। আর এই সব ফসলের সম্ভাবনা আছে। চাকরি পিছনে না দৌঁড়ে উদ্যোক্তা হতে হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সফল করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকরি উদ্যোগ নিচ্ছে। চুয়াডাঙ্গার ফসল খুব লাভজনক ফসল। তাই এখানে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণটা খুব ভালোভাবে করে কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর চুয়াডাঙ্গা একটি খাদ্য ও কৃষি সম্প্রসারক জেলা। তাই জেলা কৃষিতে আরও অনেক এগিয়ে যাবে বলে মনে করি। দক্ষ জনশক্তি দেশের সম্পদ। এ সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সাধন করতে হবে। তাই ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বেশি বেশি জোর দিতে হবে।’ এসময় তিনি বলেন, দেশের কয়েকটি জেলায় কোল্ড স্টোরেজ করা হবে। তার মধ্যে চুয়াডাঙ্গার নাম আছে। শিগগিরই এটি বাস্তবায়ন হবে।
মতবিনিময় সভার বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন এসএসিপি-এর উপসচিব ও কম্পোনেন্ট পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ ও চুয়াডাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। উন্মুক্ত বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সুরেশ কুমার আগরওয়ালা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জনতা ইঞ্জিনিয়ারের পরিচালক মো. ওলি উল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক শাহ আলম সনি, মেহেরাব্বিন সানভী, নারী উদ্যোক্তা মেরিনা জামান মমি, আব্দুল কাদের সোহান, উদ্যোক্তা সোহেল আব্দুল্লাহ, লিজা হোসাইন, কৃষক দোয়াল্লিন মোল্লা, মাখালডাঙ্গা ইউনিয়নের হারিস চৌধুরী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মতবিনিময়কালে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক

দ্রুতই এ জেলাবাসী একটি কোল্ড স্টোরেজ পাচ্ছে

আপলোড টাইম : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গায় সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। আর এই সব ফসলের সম্ভাবনা আছে। চাকরি পিছনে না দৌঁড়ে উদ্যোক্তা হতে হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সফল করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকরি উদ্যোগ নিচ্ছে। চুয়াডাঙ্গার ফসল খুব লাভজনক ফসল। তাই এখানে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণটা খুব ভালোভাবে করে কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর চুয়াডাঙ্গা একটি খাদ্য ও কৃষি সম্প্রসারক জেলা। তাই জেলা কৃষিতে আরও অনেক এগিয়ে যাবে বলে মনে করি। দক্ষ জনশক্তি দেশের সম্পদ। এ সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সাধন করতে হবে। তাই ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বেশি বেশি জোর দিতে হবে।’ এসময় তিনি বলেন, দেশের কয়েকটি জেলায় কোল্ড স্টোরেজ করা হবে। তার মধ্যে চুয়াডাঙ্গার নাম আছে। শিগগিরই এটি বাস্তবায়ন হবে।
মতবিনিময় সভার বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন এসএসিপি-এর উপসচিব ও কম্পোনেন্ট পরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ ও চুয়াডাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। উন্মুক্ত বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সুরেশ কুমার আগরওয়ালা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জনতা ইঞ্জিনিয়ারের পরিচালক মো. ওলি উল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক শাহ আলম সনি, মেহেরাব্বিন সানভী, নারী উদ্যোক্তা মেরিনা জামান মমি, আব্দুল কাদের সোহান, উদ্যোক্তা সোহেল আব্দুল্লাহ, লিজা হোসাইন, কৃষক দোয়াল্লিন মোল্লা, মাখালডাঙ্গা ইউনিয়নের হারিস চৌধুরী প্রমুখ।