মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আলুকদিয়ার পীতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গা আলুকদিয়ার পীতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
শিক্ষা উপকরণ বিতরণ ও মিড ডে মিল উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: ‘গ্রামের ছেলে মেয়েরা সকালে স্কুলে আসার সময় অধিকাংশ দিনই না খেয়ে আসে। ফলে এক-দুটি ক্লাস করার পরই ক্ষুদায় কাতর হয়ে পড়ে আর পড়াশোনার প্রতি আগ্রহ হারায়। আর কোন শিক্ষার্থী যেন অভুক্ত না থাকে; বিষয়টির প্রতি সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি। খেতে না পেয়ে আর কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে। যে যার অবস্থান থেকে এগিয়ে এলে কিছু টাকা খরচ করলেই মিড ডে মিল’র ব্যবস্থা হয়ে যায়; যা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়াবে।’ চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের ১৮ নম্বর পীতম্বরপুর (টেইপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মিড ডে মিল ব্যবস্থা উদ্বোধনকালে এ আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং তাদের স্কুলমূখী করতে সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে এমনি আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর পরিচালনায় এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসলাম উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবু তালেব, ইউপি সদস্য শফিকুল ইসলাম, জিয়া উদ্দিন, পারুলা খাতুন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আফিল উদ্দীন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহারের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ২২৩ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও টিফিন বক্স দেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর