বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইকসহ ছাগলচোর পাকড়াও

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০১৮ ইং
ইজিবাইকসহ ছাগলচোর পাকড়াও
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে ছাগল চুরির চেষ্টাকালে ইজিবাইকসহ এক চোরকে আটক করেছে গ্রামবাসী। এসময় তার সাথে থাকা এ চক্রের আরও দু’জন পালিয়ে যায়। আটককৃত ছাগলচোরের নাম ওয়াশিকুর রহমান আলো (২২)। সে দামুড়হুদা দশমী পাড়ার নুহুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে কুড়ুলগাছি পশ্চিমপাড়ার রসুলের একটি বড় খাসি ছাগল চুরির চেষ্টাকালে দামুড়হুদা দশমী পাড়ার ওয়াশিকুর রহমান আলো (২২) ইজিবাইকসহ জনতার কাছে হাতেনাতে আটক হয়। এসময় সাথে থাকা সহযোগী দামুড়হুদা ইউনিয়ন পাড়ার জামসেদের ছেলে জাকির হোসেন (৩২) ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের নাজমুল পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে আটককৃত ওয়াশিকুর রহমান আলোকে গনপিটুনি দিয়ে কুড়ুলগাছি ইউনিয়ন পরিসদের একটি কক্ষে আটকে রাখে। গোপনসূত্রে জানা গেছে এই চক্রটি অনেকদিন যাবত এলাকার অনেকেই সর্বশান্ত করে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রির্পোট লেখা অবধি ওয়াশিকুর রহমান আলো কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম ইনুর জিম্মায় ছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম