চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন উপ-কমিটি সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় শিখা প্রিন্টিং প্রেসে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সম্পাদক শেখ সেলিমের আহ্বানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
সভায় উপস্থিত ছিলেন ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, কাজল মাহমুদ, আহাদ আলী মোল্লা, হোসেন জাকির, মো. ফারুক হোসেন, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা। সভায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে পদধ্বনি প্রকাশনা, অর্থ সংগ্রহ ও অনুষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর পদধ্বনির নিয়মিত লেখকবৃন্দের নিকট হতে আগামী ১৪ নভেম্বর শুক্রবারের মধ্যে লেখা জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক