শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাইড গাইদঘাট নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোনারুল হাসান সুমন। এতে প্রধান অতিথি ছিলেন রাজউকের কর্মকর্তা শরিফুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব ইসলাম, গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল আহাদ প্রমুখ।


অনুষ্ঠানটি সঞ্চলানায় ছিলেন গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আবু সাঈদ। অনুষ্ঠানে গত শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সাফল্যে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি পায়। তারা আরও বলেন, অধ্যবসায়, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত