জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও’ স্লোগানে গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বিষয়বস্তু ছিল ‘ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা কর, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণি-পেশার অংশগ্রহণ নিশ্চিত করা।’
চুয়াডাঙ্গা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি সাফায়েতুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জেএসডির আহ্বায়ক কমিটির অন্যতম নেতা লাবলুর রহমান। তিনি বলেন, ‘৫ আগস্টের কথা ভুললে চলবে না, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। চুয়াডাঙ্গার অনেক নেতা পালিয়েছে কোটি কোটি টাকা নিয়ে। কিন্তু আমরা আজও দাঁড়িয়ে আছি, আমরা পালাইনি। আমরা ভয় করি না, আমরা সত্য কথা বলি, সত্যের পথেই চলি। আমরা জেল-জুলম উপেক্ষা করে লড়াই করছি এবং করব। মূল বিষয় হলো- ভালোর বাজার দর কম, মন্দের বাজার দর বেশি।’
জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আশির উদ্দীন কলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির জেলা সদস্য আব্দুর রহিম। আরও বক্তব্য দেন জেএসডির আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল ইসলাম মননরম, দামুড়হুদা উপজেলা জেএসডির নেতা মঈনুদ্দিন, গড়াইটুপি ইউনিয়ন নেতা হোসেন, জেলা জেএসডি নেতা আশিক, হাসিদ আলীসহ আরও অনেকে।
সমীকরণ প্রতিবেদন