শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার রঘুনাথপুরে মহিলা দলের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
দামুড়হুদার রঘুনাথপুরে মহিলা দলের কর্মী সমাবেশ

দামুড়হুদার ৮ নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড মহিলা দলের নেত্রী শ্যামলী খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই।’


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংঠনিক সম্পাদক কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের সদস্যসচিব বেবি খাতুন, মহিলা নেত্রী সালেহা বেগম, উপজেলা বিএনপির নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম প্রমুখ।


সমাবেশে আলোচনা শেষে ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভানেত্রী শ্যামলী খাতুন, সহসভাপতি মনিকা খাতুন, সাধারণ সম্পাদক আরিফা খাতুন, সহ-সাধারণ সম্পাদক  ঝরনা খাতুন, সাংগঠনিক সম্পাদক তানিয়া নাজনীন, কোষাধ্যক্ষ রুমি খাতুন ও প্রচার সম্পাদক আছিয়া খাতুনের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা মোজাম্মেল হক।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত