শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৪০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ

কৃষি বিভাগের উদ্যোগে নিলামে বিক্রি হবে জব্দকৃত সার
  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় ৪০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ

আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কমলাপুর পিটিআই মোড় থেকে ৪০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় এসব সার উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড়ে একটি আলমসাধুতে (ইঞ্জিনচালিত ভ্যান) ত্রিপল দিয়ে ঢাকা সার দেখতে পান তারা। সন্দেহ হলে চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘ভালাইপুরে সার নিয়ে যাচ্ছি।’ পরে চালানের কাগজ দেখাতে না পারায় স্থানীয়রা আলমসাধু ও সারসহ তাকে আটক করে কৃষি অফিসে খবর দেন।


আলমসাধু চালক ভাংবাড়ীয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘ভাংবাড়ীয়ার তরিকুল নামে এক ব্যক্তি বাজারের একটি গোডাউন থেকে সার লোড করে দেয়। সে বলে মুন্সিগঞ্জ হয়ে ভালাইপুরে কয়েকটি দোকানে বিক্রি করব। আমি শুধু চালক হিসেবে সার পরিবহন করছিলাম।’


উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমিন হোসেন জানান, ‘স্থানীয়দের সহযোগিতায় আলমসাধুতে করে পাচারের উদ্দেশ্যে আনা ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। সেগুলো মুন্সিগঞ্জ পশুহাট বাজারের একটি গোডাউনে সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার নিলামের মাধ্যমে সার বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত