বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে কৃষকের ফসল কেটে দিল দুর্বৃত্তরা

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৫ ইং
মহেশপুরে কৃষকের ফসল কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে একের পর এক ফসল কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষি আনারুল ইসলাম। তিনি মৃত বজলুর রহমানের পুত্র।‎
‎    কৃষক আনারুল ইসলামের অভিযোগ, গত এক বছরে তাঁর এক বিঘা জমির পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এরপর ১৫ কাঠা জমির তুলা, ১০ কাঠা জমির বেগুন ও এক বিঘা জমির সিম খেত কেটে ফেলে রাখে তারা। শুধু তাই নয়, তিনবার তাঁর শ্যালো মেশিনের দুটি পাইপ ভেঙে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সর্বশেষ গত সোমবার রাতে আবারও কে বা কারা তাঁর এক বিঘা জমির সিম গাছ কেটে দিয়েছে। এতে তিনি কয়েক লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন।‎
‎    আনারুল ইসলাম বলেন, ‘আমি দিনরাত পরিশ্রম করে জমিতে ফসল ফলাই। কিন্তু একের পর এক দুর্বৃত্তরা আমার ফসল নষ্ট করে দিচ্ছে। বুঝতে পারছি না কেন এভাবে আমার ক্ষতি করা হচ্ছে। এখন কীভাবে সংসার চালাব তা ভাবতেই কুল পাচ্ছি না।’‎
‎    এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এমন ন্যক্কারজনক কাজের কারণে একজন পরিশ্রমী কৃষক নিঃস্ব হয়ে পড়ছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।‎    মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এমন কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা বণিক সমিতির বিশেষ বর্ধিত সভা