চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যাদের পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য আছে, তারাই বোঝে এর কষ্টটা। এটি শুধু ওই পরিবারের নয়, পুরো সমাজের বিষয়। প্রতিবন্ধীদের অবহেলা নয়, ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। আমরা প্রতিবছর এ দিবসটি পালন করি যেন সমাজে প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণ বাড়ে।’
তিনি আরও বলেন, ‘সরকার থেকে প্রতিবন্ধীদের জন্য নিয়মিত উপহার ও সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর তাদের ভাতা ও সেবার কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও সুন্দর সমাজে বড় হোক। সভায় ১৭ জন প্রতিবন্ধীর হাতে ডিজিটাল সাদা ছড়ি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
চুয়াডাঙ্গা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোহাম্মদ নূর আলম আকাশের সঞ্চালনায় সভায় আরা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলি রশীদ, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিবন্ধী শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।