বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে

নবীন বরণ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৫ ইং
নবীন বরণ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়। প্রায় চার শতাধিক নবীন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা হয়।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক জনাব গোলাম জাকারিয়া। তার বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের শুধু ভালো ফল নয়, নৈতিকতা ও আদর্শে গড়ে উঠতে হবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে, তবেই জুলাই আন্দোলনের শহিদদের রক্তের প্রতিদান দেওয়া সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী এবং সাহিত্য সম্পাদক আবু রায়হান। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন। এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন ছেলে ও দুইজন মেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি পারভেজ আলম এবং সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি মাসুদুর রহমান। 



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা বণিক সমিতির বিশেষ বর্ধিত সভা