চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সলককে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক (রোকন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ও জেলা নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন বলেন, ‘দলীয় আদর্শ ও নীতির পরিপন্থি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দলের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।’